হবিগঞ্জে রাসায়নিকমুক্ত কলা বিক্রি করে আলোচনায় এসেছেন আজিজুর রহমান নামে এক ব্যক্তি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌর শহরের হোটেল পানাহারের সামনে কলা বিক্রি করেন তিনি।
আজিজুর রহমান জানান, পাহাড়সহ বিভিন্ন গ্রাম থেকে আধাপাকা কলার ছড়ি সংগ্রহ করেন তিনি। পরে পাকলে সেগুলো বিক্রি করেন।
স্থানীয়দের দাবি, আজিজুর রহমানের কলা এলাকায় ব্যাপক জনপ্রিয়। কারণ তিনি কলায় কোনো রাসায়নিক ব্যবহার করেন না।
শুক্রবার (১৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, আজিজুর রহমানের দোকানে উপচে পড়া ভিড়। ক্রেতারা তাদের পছন্দমত সবরি, চাঁপা ও প্রত্যাশী কলা (পঁইত্রিশ কলা) কিনে নিয়ে যাচ্ছেন।
আহমদ আলী নামে এক ক্রেতা বলেন, প্রায় প্রতিদিনই আজিজুরের কাছ থেকে কলা কেনা হয়। তার একটা সুনাম তৈরি হয়েছে, তিনি কলায় কোনো রাসায়নিক ব্যবহার করেন না। সেটা পরীক্ষা করেও প্রমাণ পেয়েছি।
কলা বিক্রেতা আজিজুর রহমান বলেন, পাহাড়, চা বাগানসহ বিভিন্ন গ্রাম ঘুরে কলার ছড়িগুলো ক্রয় করি। গুদামে কয়েকদিন রাখার পরে কলা পাকলে বিক্রি করি। প্রতিদিন ৩-৫ হাজার টাকার কলা বিক্রি হয়।