সারা বাংলা

‘রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা হয়নি’

রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ অনুদান দেওয়া হয়েছে। 

উপদেষ্টা বলেন, ‘‘আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করবেন। আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সঙ্কুচিত করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ভালো-মন্দ কাজের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরে এগিয়ে যেতে চাই। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট করে নয়, কাউকে বড় করেও নয়।’’

চট্রগ্রাম বিভাগে থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে, সাংবাদিকদের এ কথার জবাবে তিনি বলেন, ‘‘এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। বিগত সময়ে ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছিল? অন্তর্বর্তীকালীন সরকার আঞ্চলিকতায় বিশ্বাস করে না। এই এলাকায় যতখানি মেধা, শ্রম ও অর্থ দেওয়া হবে; অন্য এলাকাতেও সমান দেওয়া হবে।’’

শিল্পকলা একাডেমির হলরুমে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া রংপুর বিভাগের ৪৪ জনের পরিবারকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য অতিথি।

অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।