গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
বাসচাপায় নিহত নারী শ্রমিক হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামের বিলকিছ আক্তার (৪০)। তিনি ভবানীপুর এলাকায় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর হিসেবে চাকরি করতেন।
অপরদিকে, মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত যুবক গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার (২০)।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খাসির মাংস কেনার জন্য মোটরসাইকেলে বাহাদুরপর থেকে বাংলাবাজার সড়ক ধরে রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় যাচ্ছিলেন নিলয়। এ সময় রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজারমুখী একটি অটোরিকশার সঙ্গে নিলয়ের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।