সারা বাংলা

উপদেষ্টা নিয়োগ না হলে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছে রংপুরের ছাত্র-জনতা। 

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। উপদেষ্টা পরিষদে রংপুর বা উত্তরবঙ্গের কাউকে অন্তর্ভুক্ত না করায় ক্ষুব্ধ এই অঞ্চলবাসী তাদের দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।

লিখিত বক্তেব্যে জানানো হয়, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটে, তাতে সরকার পতনের পর ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও উত্তরবঙ্গ থেকে একজনও উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তীতে আরও কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে উত্তরের ছাত্র-জনতার মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ নিয়ে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি রংপুরে দুইজন উপদেষ্টা এলেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তারা। এ কথা জানার পর উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা-রংপুর মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সমন্বয়ক ইয়াসীর আরাফাত, আলমগীর নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান শেষে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, “আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি।”

তিনি আরও বলেন, ‘‘আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।”