রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত হয়ে গেছে। পাশাপাশি প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করে দেওয়া হয়েছে।
আগামী ২৪ নভেম্বর এএসপিদের এবং দুদিন পর ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হলো সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর কোন ব্যাখা না দিয়ে ‘অনিবার্য’ কারণ দেখিয়েছে।
পুলিশ একাডেমি থেকে জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের অধিক অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে এবারও তা স্থগিত করা হলো।
সোমবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন ও ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম বলেন, ‘দ্বিতীয়দফায় এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিছুদিনের জন্য এটা স্থগিত। আবার দ্রুতই এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। গত ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সবশেষ সোমবার তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাশতা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। যদিও এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে তা অস্বীকার করে আসছেন চাকরিচ্যুতরা।
এই ব্যাচের যাদের চাকরি এখনও আছে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামী ২৬ নভেম্বর। তবে সোমবার তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিতের আদেশ জারি হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।’
অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীন বলেন, ‘কেন অনুষ্ঠান স্থগিত করা হলো সেটা আমি জানি না। কবে আবার হবে সেটিও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছি। আবার ঊর্দ্ধতন কর্তৃপক্ষ যখন চাইবে তখন হবে।’