সারা বাংলা

কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪, চুরির ২৪ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

আমেরিকা প্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী। বাড়িতে মালিক না থাকার সুযোগে ৩০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি এবং তার স্ত্রী। অপরাধ আড়াল করতে কেরোসিন ঢেলে ঘরে আগুনও লাগিয়ে দেন তারা। অভিযান চালিয়ে সেই দম্পতিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে সোমবার (১৮ নভেম্বর) শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাজন ঢালী (৩৩), তার স্ত্রী মরিয়ম বেগম ওরফে ডলি (২৫), শ্বশুর হায়াতুলাহ মান (৬০) ও শ্যালক মোহাম্মদ (২৫)।

পুলিশ জানায়, রাজনের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে রাজনের স্ত্রী, শ্বশুর ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, পাশের গ্রাম থেকে রাজন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে ২৪ লাখ ১৮ হাজার টাকা ও ৪ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত ৫ অক্টোবর আশুলিয়ার কান্দাইল এলাকায় সাবিহা সুলতানার ফ্ল্যাটে চুরি করে আগুন লাগিয়ে পালিয়ে যান রাজন ঢালী এবং তার স্ত্রী। পরে বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পেয়ে আগুন নেভায় ও বাড়ির মালিককে খবর দেয়। ঘটনার সময় সাবিহা বাড়িতে ছিলেন না। পরে ১৮ অক্টোবর আশুলিয়া থানায় মামলা করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অন্য কেউ ডাকাতি করেছে এমন দেখানোর জন্য তারা ঘরে আগুন লাগিয়ে দেয়। দুর্গম চরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।