পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য আনেন তিনি। পরে হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। হাসান আলী হওলাদার এই পাঙ্গাস মাছটির দাম হেকছেন ৮০০ টাকা কেজি।
এর আগে সকালে মোজাম্মদ অলির জালে মাছটি ধরা পড়ে।
জেলে মোহাম্মদ অলি বলেন, “খুব ভোরে রাবনা নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পরই এই পাঙ্গাস মাছটি আমার জালে ধরা পড়ে। এসময় ছোট দুই কেজি ওজনের দুটি পাঙ্গাসসহ অন্যান্য মাছও আমার জালে ধরা পড়ে। এতো বড় পাঙ্গাস এর আগে আমার জালে ধরা পড়েনি। দুপুরের দিকে মাছটি বাজারে নিয়ে আসি। হাসান ভাই আমার কাছ থেকে মাছটি কিনে নিয়েছেন। এতো বড় মাছ ধরা পড়ায় আল্লাহর কাছ শুকরিয়া আদায় এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেক আনন্দিত।”
মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, “এতো বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই মাছটি আমি ৭০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। এখন ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব। কারণ এটির খাজনা দিতে হবে। এই দামে বিক্রি করতে না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দেবো।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এই বছরের ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিলো। এই অবরোর সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছেন। আশা করছি, জেলেদের জালে পাঙ্গাসসহ আরো বড় বড় মাছ ধরা পড়বে।”