সারা বাংলা

সরকারি জমিতে দোকান, উচ্ছেদে বাধা দেওয়ায় কারাদণ্ড

মানিকগঞ্জের ভাড়াড়িয়া বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মাণ করা দোকান উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রিস প্রবাসী সায়েম খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ভাড়াড়িয়া বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জহিরুল আলম। তিনি সায়েমকে কারাদণ্ড দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী জানান, সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের সরকারি খাস জমি দখল করে ৮ থেকে ১০টি দোকান নির্মাণ করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ নিয়ে ২০২১ সালের দিকে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে খাস জমি উদ্ধারে তৎপর হয় প্রশাসন। সে সময় খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দুইবার দোকান মালিকদের নোটিশ দেয় প্রশাসন। পরে ব্যবসায়ীরা আদালতে গেলে উচ্ছেদ অভিযান স্থবির হয়ে পড়ে। 

গত ৫ আগস্টের পর দেশে আসেন সায়েম খান। তিনি খাস জমি দখল করে অবৈধভাবে আবারো দোকান নির্মাণ শুরু করেন। গত ২৪ অক্টোবর মৌখিকভাবে বাঁধা দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। সে সময় দোকান নির্মাণ বন্ধ করে মালামাল সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়। তবে, সরকারি নির্দেশনা অমান্য করে সায়েম দোকান নির্মাণ করেন।

স্থানীয় ব্যবসায়ী মোস্তফা বলেন, “ভাড়ারিয়া বাজার হরিরামপুর আর সদর উপজেলার শেষ প্রান্ত। সদর উপজেলার ভাড়ারিয়া মৌজায় ৩০০২ নং দাগে সরকারি খাস জমি দখল করে ৮ থেকে ১০ টি দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছেন দখলদাররা। তাদের নামের তালিকা এসিল্যান্ড ও জেলা প্রশাসক অফিসে দেওয়া আছে। তবে ভাড়ারিয়া ইউপি ভূমি অফিসের নায়েব বাধা দিলেও তা মানেন না দখলদাররা। নতুন করে সায়েম খান নামের এক প্রবাসী খাস জমি দখল করে দোকান নির্মাণ করছেন। পরে মৌখিকভাবে নিষেধ করলে তিনি নায়েবের কথা না মেনেই দোকান নির্মাণ করতে থাকেন। আমারা ব্যবসায়ী চাই, যাতে কেউ সরকারি জমি দখল করতে না পারেন।”

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জহিরুল আলম বলেন, “সদর উপজেলার ভাড়ারিয়া বাজার সরকারি খাস ভূমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করেছেন গ্রিস প্রবাসী দাবি করা সায়েম খান নামে এক ব্যক্তি। গত ২৪ অক্টোবর আমি সরেজমিনে ওই বাজারে গিয়ে তাকে মৌখিকভাবে দোকান নির্মাণ না করতে বলে আসি এবং মালামাল সরিযে নিতে বলি। তিনি সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় দোকান নির্মাণ করেন। সরকারি খাস ভূমি রক্ষার্থে আজকে সেনাবাহিনীর একটি টিম ও সদর থানা পুলিশের সহযোগিতায় অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।” 

তিনি  আরো বলেন, “এসময় সরকারি কাজে বাঁধা দেন সায়েম ও তার মা, স্ত্রী ও সন্তানসহ স্বজনরা। এ ঘটনায় সায়েমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সায়েম খানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই বাজারের অবৈধভাবে খাস জমি দখলকারীরা আদালতের মাধ্যমে ইনজেনশন (স্থগিতাদেশ) করে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সরকারি খাস ভূমি উদ্ধারে সবগুলো দোকান উচ্ছেদ করা হবে।”