গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘‘শুধু একটি নির্বাচনে জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। নির্বাচন দেওয়া নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। আগে সংস্কার, পরে নির্বাচন।’’
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘‘৫৩ বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিধায় জুলাই বিপ্লবে ছাত্র-জনতা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। ফ্যাস্টিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে বলেই আজকের পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্ররা আন্দোলনে নামেননি। ছাত্রদের ডাকে এই বিপ্লব সংঘটিত হয়েছে। রাষ্ট্র সংস্কার ব্যতিত কোনো নির্বাচন হবে না, হতে পারে না।’’
তিনি বলেন, ‘‘আমরা ৫৩ বছর বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি। এখন আমরা আগামী কয়েক বছর ড. ইউনূসকে দেখতে চাই। সারাবিশ্বের সাথে ড. ইউনূসের যে সম্পর্ক, তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন।’’
আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস নয়, উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’’
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।