সারা বাংলা

বিরামপুরে ধান খেতে আদিবাসী নারীর হাত বাঁধা মরদেহ  

দিনাজপুরের বিরামপুর এলাকার ধান খেত থেকে বিশনি পাহান (৫৫) নামে এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় থেকে তার হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বিশনি পাহান উপজেলা কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে। ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা সচিন পাহান।

নিহতের ভাই চরকা পাহান জানান, আমার ছোট বোন বিশনি পাহান স্বামীর পরিত্যক্তা। বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে থাকতেন। সে এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

গতকাল শুক্রবার বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়ার যায়নি। আজ সকালে ধান খেতে হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। 

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এলাকাবাসীর দেওয়া খবরে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তাকে কে বা কাহারা হত্যা করেছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।