বগুড়ার আজিজুল হক কলেজে কনসার্ট দেখে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৯টায় শহরের সেউজগড়ী ক্যাল্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি।
নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন।
জানা গেছে, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। এই কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। কনসার্টে গান চলাকালে মেহেদীর সাথে দর্শক সারির একটি গ্রুপের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে মেহেদী হাসান ঘটনাস্থল থেকে স্টেশন রোড দিয়ে মালগ্রাম ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।