গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় পারিবারিক কবরস্থান দখল করে একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার (২৪ নভেম্বর) তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা নিমার্ণাধীন কারখানার সামনে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশ নেন। এরআগে এঘটনায় তারা কালিয়াকৈর থানায় একটি অভিযোগও দিয়েছেন।
মানববন্ধনে তারা জানান, বিগত ৪০ বছরের ধরে এই জায়গাটি তাদের পারিবারিক একমাত্র কবরস্থান। এখন পর্যন্ত ৩০ জনকে দাফন করা হয়েছে। তবে কিছুদিন আগে নিউ ফ্যাশন নামে একটি কারখানার কয়েকজন কর্মকর্তা কবরস্থানটি দখল করেছে। তারা এটি ক্রয় করেছে এমন দাবি করে সেখানে ভবন নির্মাণ করছেন।
আমাদের পূর্ব পুরুষদের কবর ভেঙে এই স্থাপনা হতে দিবনা। ইতোমধ্যে মৌচাক সেনাবাহিনী ক্যাম্প, জেলা প্রশাসক ও কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে মাসুদ রানা নামে একজন ভুক্তভোগী বলেন, “আমাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান। এটি পিপলস সিরামিক নামে এক কারখানার ছিল, তখন তারা ১ শতাংশ জায়গা কবরস্থানের জন্য রেখে সেজাত সুয়েটারের কাছে বিক্রি করেন। তারা দীর্ঘদিন ধরে কবরস্থানে যায়গা রেখে কাজ চলমান রেখেছিল। এখন নিউ ফ্যাশন বলছে এটা কিনে নিয়েছে। তারপরই তারা কবর ভেঙে ভবন বানাচ্ছে। আমাদের দাবি, আবার লাশ দাফনের সুযোগ করে দেওয়াসহ বাবা-মার ও পরিবারের কবরস্থানটি অক্ষত রাখা হোক।”
ওই কারখানার এজিএম সৈয়দ জাফর বলেন, “আমরা জায়গাটি একটি কারখানা থেকে কিনেছি। সেখানে কবর ছিল এটাতো আমরা জানতাম না। তারা বলছে, ৩০টি করব রয়েছে কিন্তু এতো অল্প যায়গায় কিভাবে এতো করব থাকে। থাকলে সর্বোচ্চ ২-৩ টা থাকতে পারে।”