গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাও পাখিশালার নেট (জাল) কেটে দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি হয়েছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) পাখি চুরির বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম। এর আগে, শুক্রবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম বলেন, ‘‘দুটি পাখি চুরির বিষয়টি জানার পর টঙ্গীর পাখি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে।’’
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি কে বা কারা নিয়ে যায়। পাখি দুটির আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। শনিবার ভোরে ম্যাকাও পাখিশালার দায়িত্বে থাকা কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করতে গিয়ে নেট কাটা দেখতে পান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘‘লিখিত অভিযোগের পাওয়ার পরপরই টঙ্গী বাজার এলাকার একটি পাখি বিক্রির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া একটা পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।’’
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘‘পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে ধস্তাধস্তি করে বের করে নিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে পাখিটির চিকিৎসা চলছে।’’