সারা বাংলা

যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখে ফেরার সময় গত শনিবার প্রতীপক্ষের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৯) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম রকিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) ভোরে বগুড়ার শিবগঞ্জের বিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ‍মুখপাত্র সুমন রঞ্জন সরকার এতথ্য জানান।

আরো পড়ুন: যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা

গ্রেপ্তার রকিবুল ইসলাম রকি বগুড়া শহরের জহুরুল নগর এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত শনিবার রাতে বগুড়ার আজিজুল হক কলেজে কনসার্ট দেখে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান মেহেদী। এ ঘটনা পরদিন রোববার সন্ধ্যায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে  বগুড়া সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে মোট নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরো পড়ুন: বগুড়ায় কনসার্ট দেখে ফেরার পথে ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ‍মুখপাত্র সুমন রঞ্জন সরকার বলেন, ‍“আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”