রাজশাহীতে গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেনা কর্মকর্তা সেজে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা দাবি করেন বলে জানিয়েছে র্যাব। তার বাড়ি রাজশাহীতেই।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরের মির্জাপুর এলাকা থেকে মাহিমকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, সম্প্রতি প্রতারক মাহিম ডিজিএফআইয়ের কর্মকর্তা সেজে শাওন আহমেদ (২৯) নামে আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার এক কর্মীকে ফোন করেন। শাওনকে মাহিম জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দেখা করলে তিনি তাকে মামলা থেকে বাঁচাবেন। তার কথামতো শাওন ২১ নভেম্বর বিনোদপুর বাজারে মাহিমের সঙ্গে দেখা করেন। তখন মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি ডিজিএফআইয়ে কর্মরত আছেন বলে জানান।
তিনি মামলা থেকে বাঁচাতে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। তখন শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে মাহিম ২৩ নভেম্বর শাওনকে আবার ফোন করেন এবং নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার হুমকি দেন।
র্যাব জানায়, শাওনের কাছ থেকে অভিযোগ পেয়ে র্যাব এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর প্রতারক মাহিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ নিয়ে শাওন প্রতারক মাহিমের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।