গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কোটালীপাড়ার হিন্দু অধ্যুষিত এলাকা ভাঙ্গারহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাঁধা দিলে বিক্ষাভকারীদের সাথে ধাওয়া-পালাটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৩ জন বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, এ ঘটনায় ৩ জনকে আটক করার প্রতিবাদে আরও বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম আনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। এরপর সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে জামিন আবেদন না মঞ্জর করে ৬ষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।