সারা বাংলা

বগুড়ায় গৃহবধূ সালমা হত‌্যায় ছে‌লে সাদের জা‌মিন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রাখার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজারকে জা‌মিন দি‌য়ে‌ছেন আদালত। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর জামিনের আদেশ দেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী। 

উৎপল কুমার বাগচী ব‌লেন, পুলিশের তদন্ত এবং মূল তিন আসামির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি পর্যালোচনা করে এ হত্যার সঙ্গে সাদের সম্পৃক্ততা না পাওয়া যাওয়ায় তার জামিন মঞ্জুর করা হয়েছে।

ছেলের জামিন বিষয়ে বাবা আজিজার রহমান বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জজ আদালতে মামলা নিয়ে এসে জামিন করাতে সময় লেগেছে। ছেলেকে দ্রুত জামিনের পর এখন তার স্ত্রী হত্যায় যারা প্রকৃত দোষী, তাদের বিচারের দাবি জানান তিনি।

গত ১০ নভেম্বর দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে হত্যার শিকার হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। ১২ ন‌ভেম্বর র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ছেলে সাদ বিন আজিজার তার মা উম্মে সালমাকে হত্যা করেছেন। 

তবে পুলিশের তদন্তে মূল রহস্য বেরিয়ে আসে। পুলিশ ১৪ ন‌ভেম্বর মূল আসা‌মি‌দের গ্রেপ্তার ক‌রে। এরপর ১৫ ন‌ভেম্বর বিষয়টি সাংবা‌দিক‌দের জানা‌নো হয়। হত‌্যার কারণ হি‌সে‌বে জানা যায়, ভাড়াটিয়া মাবিয়া সুলতানাকে বাসা ছেড়ে দিতে বলায় ক্ষিপ্ত হয়ে সালমাকে হত্যার পর ডাকাতির নাটক সাজান। এ মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সাদসহ এ মামলায় চার জন কারাগারে আছেন।