গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সাথে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে ২ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, গুরুতর আহত টেঁটাবিদ্ধ সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ ও নয়ন শেখসহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।