সারা বাংলা

ফেনীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ব্যবসায়ী গুলিবিদ্ধ

ফেনীর সদর উপজেলার কালিদহ স্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিদহ বাজারে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ আহত ওই ব্যবসায়ীর নাম জহিরুল ইসলাম (৪০)। তিনি কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। কালিদহ বাজারে তার মা হার্ডওয়্যার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিদহ স্কুল মাঠে ফুটবল খেলায় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়। খবর পেয়ে একদল দুর্বৃত্ত কালিদহ বাজারে এসে ভাঙচুর শুরু করে। এসময় স্থানীয়রা বাধা দিলে ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুলি করে আহত করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

আহত ব্যবসায়ীর ছোট ভাই তাজুল ইসলাম বলেন, দুইদল কিশোর খেলা নিয়ে কালিদহ স্কুল মাঠে মারামারি করে। এরপর কোনো এক পক্ষের বড় ভাইরা এসে বাজারে হাঙ্গামা শুরু করলে আমার জেঠাতো ভাই জহিরুল বাধা দিলে তার নাভির নিচ বরাবর গুলি করে। হামলাকারীদের পরিচয় এখনও জানতে পারিনি। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দাউদ বলেন, আহত ব্যক্তির নাভির নিচের অংশে রক্তাক্ত ক্ষতের চিহ্ন দেখা গেছে। ক্ষত চিহ্নের আশেপাশে নখের আছড়ের চিহ্ন ছিল। আহত ব্যক্তির দাবি তাকে গুলি করা হয়েছে। সেজন্য প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।