সারা বাংলা

গাইবান্ধায় ভোটার হতে এসে রোহিঙ্গা যুবকসহ আটক ৩

গাইবান্ধার সাদুল্লাপুরে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সময় রোহিঙ্গা যুবকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে নুরুল আমিন (২৪) ও তার দুই সহযোগী- সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে তায়েফ সরকার (২৩) এবং তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে জীবন কৃষ্ণ সরকার (৩৪)।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন বলেন, ‘‘রোববার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এক রোহিঙ্গা যুবক স্থানীয় দুই জনকে সঙ্গে নিয়ে আমার কার্যালয়ে আসেন। পরে তিনি রসুলপুর ইউনিয়নের বাসিন্দা হিসেবে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তার কথাবার্তায় সন্দেহ হয়। এ সময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে তিনি ভুয়া বলে প্রমাণিত হন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করেন।’’

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, ‘‘এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে তিন প্রতারকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’