গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের সড়াবাড়ি বিলের ভুটির খালের দেড় কিলোমিটার অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, “এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২ ডিসেম্বর) সড়াবাড়ি বিলের ভুটির খালের দেড় কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। সরকারি খালে বাঁধ দেওয়ার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
সড়াবাড়ি গ্রামের কৃষক ভিপি বিশ্বাস বলেন, “দুই বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৎস্য ব্যবসায়ী আহাদ আলী খালে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। তিনি খালে নৌকা চলাচল বন্ধ করে দেন। সেখানে কেউ মাছ ধরতে, শাপলা তুলতে ও ঘাস কাটতে যেতে পারতো না। কেউ গেলে হুমকি দেওয়া হতো। ফলে আমাদের জীবন-জীবিকা বন্ধ হয়ে যায়। যাতায়ায় বন্ধ থাকায় ১০ কিলোমিটার ঘুরে পণ্য পরিবহন করতে হত। দুর্ভোগের শেষ ছিল না। আজ উপজেলা প্রশাসন বাঁধ অপসারণ করেছে। এখন আমরা এখান থেকে মাছ ধরে, শাপলা তুলে ও ঘাস কেটে জীবিকা নির্বাহ করতে পারব। সহজেই সব পণ্য পরিবহন করতে পারব।”
এ বিষয়ে জানতে আহাদ আলীকে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।