সারা বাংলা

রাজশাহীতে ছাত্রলীগকর্মীকে পুলিশে দিলো ছাত্রদল

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী শহরের লোকনাথ স্কুলের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

এই ছাত্রলীগকর্মীর নাম আকিফ-ই-রাব্বি (১৯)। তিনি রাজশাহী শহরের সাগরপাড়ার গোলাম নবীর ছেলে। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগকর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন।

লিমন এ সময় মোবাইল থেকে ভিডিও বের করে দেখান। ভিডিওতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। এছাড়া, ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগকর্মী আকিফের ছবি দেখা যায়।

এমদাদুল হক লিমন বলেছেন, ‘‘মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনও রনির সঙ্গে যোগাযোগ আছে তার।’’

এখনও ছাত্রলীগের যেসব নেতাকর্মী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের গ্রেপ্তারে পুলিশের প্রতি আহ্বান জানান ছাত্রদলনেতা এমদাদুল হক লিমন। তিনি বলেন, ‘‘আমরা ছাত্রদল করি। কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু, এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’’

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেছেন, ‘‘আটক ছাত্রলীগকর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।