ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ার আজিজুল হক কলেজে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান গেট থেকে মশাল মিছিলটি বের হয়। এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘সহকারী কমিশন আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন সাকিব খান এবং আল জাবের হক্কানী।
সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা ভারতকে হুশিয়ার করে দিতে চাই। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা তা রুখে দেবে।
তারা আরো বলেন, ভারতের আগরতলার কুঞ্জবনে হাইকমিশন অফিসে আক্রমণ করেছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে।