সারা বাংলা

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে সংঘর্ষ হয়। 

দিরাই উপজেলার রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ সকালে আনু মিয়া চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে করতে রাড়ইল গ্রামে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে চলে আসার পরেই দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। যা নিয়ে সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন আহত হওয়ার কথা পুলিশ জানালেও স্থানীয়রা জানিয়েছেন, এ সংখ্যা ৩০ জনের বেশি হবে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক রাইজিংবিডিকে সাত জন গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অস্ত্র উদ্ধার ও আসামিদের ধরতে অভিযান চলছে।