দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বীরগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে ‘বীরগঞ্জ উপজেলা শিক্ষক পরিবার ও উপজেলা শিক্ষক সমিতি’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
ইউএনও মো. ফজলে এলাহী বলেন, “তারা কেন আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে তা জানি না। হয়তো কেউ তাদের উসকানি দিচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। বিষয়গুলো পরে বিস্তারিত জানাবো।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, শিক্ষক নির্যাতন ও হয়রানি এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে তারা বিক্ষোভ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- ব্যবসায়ী সাদিকুল ইসলাম সাদেক, আতাউর রহমান ও এমদাদুল হক প্রমুখ।
বীরগঞ্জ থানার ওসি আব্দুর গাফুর বলেন, “বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছিল। কেন করেছিলেন জানি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।”
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বরেন, “এ বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”