সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় হারুনুর রশিদ ও আব্দুল খালেক নামে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। 

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও পাওয়ার হাউজের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত হারুনুর রশিদ দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও আব্দুল খালেক একই উপজেলার তের মাইল গড়েয়া গ্রামের এনামুল হকের ছেলে। 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, “সন্ধ্যায় নিহত ব্যক্তিরা কাজ শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও নামক এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে হারুনুর রশিদ ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আব্দুল খালেক মারা যায়।”