সারা বাংলা

স্বার্থ হাসিলে মাইন‌রি‌টি শব্দ ব্যবহার করছে এক‌টি গো‌ষ্ঠী: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “মাইন‌রি‌টি (সংখ্যালঘু) শব্দ ব্যবহার ক‌রে এক‌টি গো‌ষ্ঠী দে‌শের বাইরে থে‌কে নি‌জে‌দের স্বার্থ হা‌সিল কর‌তে চায়।” 

ভারত‌কে উদ্দেশ্য ক‌রে তিনি ব‌লেন, “বাংলা‌দে‌শের এক ইঞ্চি জ‌মি আমরা কাউকে ছাড় দেব না। আমরা কোনো আগ্রাসন সহ্য কর‌বে না।” 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এদেশে সব ধ‌র্মের মানুষ তাদের ধর্মপালন করবে। ধর্ম‌ নি‌য়ে কোনো বাড়াবা‌ড়ি করা যা‌বে না। এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবেন।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “দেশের জনগণ অতীত, বর্তমান ও ভ‌বিষ্যৎ বিচার ক‌রে সিদ্ধান্ত নেবেন তারা কা‌কে বে‌ছে নেবেন। পেশি শক্তিমুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। যৌ‌ক্তিক সম‌য়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”  

তিনি আরো বলেন, “জামায়াত ক্ষমতায় গে‌লে দুনী‌র্তি কর‌বে না, দুনী‌র্তি কর‌তেও দেবে না। দুর্নীতির মৃত্যু হ‌বে সুনী‌তির জয় হ‌বে।”

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য অ্যাডভোকেট জ‌সিম উদ্দিন সরকার, কু‌মিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল ম‌তিন প্রমুখ।