রাজশাহী জেলা ও মহানগর পর্যায়ে পাঁচজন করে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) তাদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসন ও রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এ বছর জেলা পর্যায়ের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সাদিয়া ইয়াসমিন, সফল জননী নারী ক্যাটাগরিতে দিনা জহুরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে ইয়াসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বিলকিস বেগম।
রাজশাহী সিটি করপোরেশন এলাকার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জান্নাতুন নাহার আভা, সফল জননী নারী ক্যাটাগরিতে সাহেরা বানু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে ইয়াসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মৌসুমী আক্তার।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম ও রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১০ জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।