সারা বাংলা

ছেলের আবদারে ক্ষিপ্ত হয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ (৬) নামে এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিসের সহায়তায় উপজেলার আমলাবো এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত জুবায়ের হাসান নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘‘পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে শিশু জিহাদকে রেখে চলে যায় তার মা। এরপর থেকে জিহাদকে তার বাবা জুবায়ের হাসান দেখাশোনা করতেন। কিন্তু, জুবায়ের হাসান বেকার ছিলেন। এক দিকে ছেলের দায়িত্ব অন্যদিকে কোনো কাজ না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সোমবার ছেলে আবাদার করলে ক্ষিপ্ত হয়ে পানিতে চুবিয়ে হত্যা করেন। এরপর ভূলতা পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করে সব দোষ স্বীকার করেন।’’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘাতক বাবাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’’