সারা বাংলা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এসিল্যান্ড অফিস ঘেরাও 

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানিসহ নানা অভিযোগ এনে তাঁর অফিস ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ, শিশির মাহমুদ ও ফরহাদ ইবনে রাহির নেতৃত্বে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা রানীভবানীর রাজবাড়িতে অবস্থিত ভূমি অফিসের সামনে অবস্থান নেয়। তবে সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্রকে অফিসে পাওয়া যায়নি। ফোনে তাঁকে অফিসে আসার আহ্বান জানানো হলেও তিনি আসেননি। প্রায় এক ঘণ্টা পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা। পরে শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এরমধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন তাঁরা। 

ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ অভিযোগ করেন, এসিল্যান্ড কৃষ্ণচন্দ্র সব নিয়ম উপেক্ষা করে রাজবাড়ির জমি ইসকন মন্দিরের নামে লিখে দিয়েছেন। এছাড়া জনগণকে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়সহ ভূমি অফিস কেন্দ্রিক দালাল চক্র তৈরির অভিযোগ করেন নেতারা। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন জানান, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের অভিযোগ অনুযায়ী বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।