ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। এসময় কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গার গ্রাম্য দুই মাতুব্বর লিটন ও হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত থেকে ছেলের বিয়ে উপলক্ষে হেলালের সমর্থক নাসিরের বাড়িতে সাউন্ড বক্সে গান বাজছিল। আজ সকালেও অনেক আওয়াজ করে সাউন্ড বক্সে গানা বাজানো হচ্ছিল। সে সময় লিটনের সমর্থক মাহফুজ সাউন্ড বক্স বন্ধ করতে বলেন। এসময় নাসিরের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় মাহফুজের। এরই জেরে দুপুরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় লিটনের সমর্থক সাঈদ, মজনু, মাহফুজ, জামাল আহত হন। হেলালের সমর্থক হৃদয়, সাদ্দাম, সাহাদুল, নাজের, রত্না আহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে আলমডাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছে। বর্তমান গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”