সারা বাংলা

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয়রা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (৩৮) নামে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে তাকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয়রা ছিনিয়ে নেয়।

ফারুক উপজেলার জাবারীপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘‘আসামিকে গ্রেপ্তার করতে গেলে এ রকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসামি পলাতক আছে। তবে আমরা হাতকড়া উদ্ধার করতে পেরেছি।’’

তিনি বলেন, ‘‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। পাশাপাশি আসামিকে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’