মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় জেলে ২০ দিন পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নাফ নদীর পয়েন্ট দিয়ে তারা দেশে ফেরেন।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘‘এ বিষয়ে আমরা কিছুই জানি না।’’
আরো পড়ুন: ফের দুই ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি
ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী এলাকার দুদু মিয়া এবং তার ছেলে আব্বাস মিয়া। বাকিরা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জেলে দুদু মিয়ার ভাতিজা রাসেল মিয়া বলেন, “পরিবারের পক্ষ থেকে রাখাইনের রোহিঙ্গা এক চেয়ারম্যানের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনা হয়।”
তিনি আরো বলেন, “গত ২৩ নভেম্বর টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। তারা জেলেদের রাখাইন রাজ্যে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। প্রত্যেকের জন্য ২২ হাজার টাকা দিয়ে তাদের মুক্ত করা হয়।”
হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী বলেন, ‘‘মাছ ধরার সময় চার রোহিঙ্গা ও দুই বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরিবারের সদস্যদের প্রচেষ্টায় ২০ দিন পর তারা মুক্তি পান।’’