সারা বাংলা

বগি রেখে ২০০ গজ দূরে গেল ইঞ্জিন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাওয়া আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙ্গে পাঁচটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ সামনে চলে যায়। এ ঘটনায় কেউ আহত হননি।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঘটনাটি ঘটে। ৩০ মিনিট পর ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা দেয়। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

স্টেশন মাষ্টার কবির আহমেদ জানান, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে ট্রেনটির পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ট্রেনের গার্ড বিষয়টি দ্রুত চালককে জানান। তিনি পরে ইঞ্চিনটিকে পেছনে নিয়ে আসেন। হতাহতের ঘটনা ঘটেনি।  ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা দেয়। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।