পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সোমবার (১৬ ডিসেম্বর)। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষরা দুর্ভোগে পড়েছেন। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।’’
তোফাজ্জল হোসেন আরো বলেন, ‘‘একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৫, সৈয়দপুরে ১১.২, রংপুরে ১৪.৫, কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫, নীলফামারীর ডিমলায় ১২.৫, নওগাঁর বদলগাছীতে ১১.০, বগুড়ায় ১৩.০, পাবনার ঈশ্বরদীতে ১১.৪, যশোর ১০.৮, রাজশাহী ১২.৮ ও সিলেটের শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’’