সারা বাংলা

নারায়ণগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গণপিটুনিতে কামরুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, একই দিন দুপুর ১টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় গণপিটুনির শিকার হন তিনি। নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারির ছেলে। তিনি পরিবার নিয়ে শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।’’