দেশব্যাপী জামায়াত ইসলামীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় দিনব্যাপী এসব কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা।
রাজশাহী এদিন রাজশাহীতে সকাল ৯টায় নগরের আলুপট্টি মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এছাড়া নগরের হেতেমখাঁ, জাদুঘর মোড়, লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় রেলগেট থেকে বিভিন্ন থানা জামায়াতের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রা আলুপট্টিতে এসে মিলিত হয়। পরে আলুপট্টি থেকে শোভাযাত্রা নিয়ে সাহেববাজারে গিয়ে সভা করেন জামায়াত নেতারা।
রাজশাহীতে মহান বিজয় দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতার ৫৩ বছরেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়নি। এখন আধিপত্যবাদী অপশক্তি ও তার দোসরদের ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক আলোচনা সভায় এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী। সভায় তিনি সভাপতিত্ব করেন।
ড. কেরামত আলী বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’’
তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরীর নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।
গাজীপুর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লাল সবুজের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় মহানগর ও বিভিন্ন থানার নেতাকর্মীরা।
সোমবার সকালে নগরীর শিববাড়ি এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেষ্ঠ নেতারা।
সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের আহবান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের মতপ্রকাশের পূর্ণ ব্যবহার করতে পারেনি। আর কোনো স্বৈরাচার যেনো দেশের মানুষের উপর জুলুম না করতে পারে।
বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, হোসেন আলী, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।