সারা বাংলা

ভৈরবে সড়কে পাঁচ জন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার পাঁচ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসি ফুকরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনিক হোসেন ওই এলাকার সুলতান আহমেদের ছেলে।

ওসি মো. সাজু মিয়া বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালক শাহিনের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পরপরই হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি কাভার্ডভ্যান চালক অনিক হোসেনকে গ্রেপ্তার করেছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।’’

এর আগে, গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। সেদিন নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল।

পথে একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।