বরগুনার আমতলীর বিভিন্ন বাজারে বিষধর সাপের ভয়ভীতি দেখিয়ে ও কুসংস্কার ছড়িয়ে সাধারণ মানুষের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার সময় চারটি সাপসহ এক সাপুড়েকে আটক করেছে বন বিভাগ।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আমতলী বাজার থেকে জাহাঙ্গীর নামের ওই সাপুড়েকে আটক করে বন বিভাগ।
আটকের পর তার কাছ থেকে বিষধর দু’টি পদ্মগোখরা, একটি খৈয়া গোখরা এবং নির্বিষ একটি দাঁড়াস সাপ উদ্ধার করেছেন প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর উদ্ধারকর্মীরা।
পরে সাপ চারটি অবমুক্ত করার জন্য বন বিভাগ ও উপজেলা প্রশাসন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কাছে হস্তান্তর করেন।
সাপ চারটি উদ্ধার করেন উদ্ধারকর্মী ইউসুফ রনি, বায়জিদ মুন্সি এবং আদনান রাকিব।
আমতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ অফিসার জনাব মো. হারুন অর রশীদ বলেন, “সাপুড়ে জাহাঙ্গীর বিষধর সাপের ভয় দেখিয়ে এবং কুসংস্কার রটিয়ে চাঁদাবাজি করতো। এটা বন্য প্রাণি আইনে অপরাধ। এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর উদ্ধারকর্মীদের থেকে খবর পেয়ে তাদের সহায়তায় সাপুড়েকে আটক করে সাপ উদ্ধার করেছি। প্রাণি প্রেমী এই সংগঠনের উদ্ধারকর্মীরা সাপগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বন বিভাগের উপস্থিতিতে নিরাপদ স্থানে অবমুক্ত করবেন।”
তিনি আরও বলেন, “সাপুড়ে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ সম্পর্কে অবগত না থাকায় প্রথমবারের মত ক্ষমা প্রার্থনা করেন এবং উপজেলা নির্বাহী অফিসার এর কাছে লিখিত মুচলেকা দিলে তাকে প্রথমবারের মত ক্ষমা করে দেওয়া হয়।”