সারা বাংলা

এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবির সময় ধার্য করা এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কৃতিত্ব চাকমা প্রমুখ।

পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি অনুষ্ঠিত হয় ১২-১৬ এপ্রিল। আর ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের ৮ মে। এর পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।