জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক মমিনুর রশিদ শাইন। বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় সকলের সম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মোছা. আয়েশা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য মো. আতিকুর রহমান, উপদেষ্টা সদস্য ও সাবেক মহাসচিব মো. আবুল বাশার মজুমদার, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহসভাপতি মো খায়রুল ইসলাম প্রমুখ।
এর আগে, গত ১৪ অক্টোবর সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন মারা যান। এরপর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেন মমিনুর রশিদ শাইন।