সারা বাংলা

স্বৈরাচার অর্থ বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করেছে: শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “স্বৈরাচার বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করেছে। দেশটাকে কবরস্থানে পরিণত করেছিল শেখ হাসিনা। দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা।” 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদরা বাংলাদেশে লুটের রাজত্ব চালিয়েছে। অর্থনীতিকে তারা ধ্বংস করেছে। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।” 

তিনি আরো বলেন, ‘তারা আমাদের জামায়েতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের ওপর ১৭ বছর ফ্যাসিবাদরা জুলুম চালিয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের নিজেদের অফিসে আমরা যেতে পারিনি।” 

জামায়াতের আমির বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে।”  

তিনি বলেন, “সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেন আমরা কবে নির্বাচন চাই। নির্বাচন নিয়ে আমাদের ভেতরে অস্তিরতা নেই। আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। আরো না হয় কিছু দিন অপেক্ষা করব। আন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমি আশা করছি।” 

তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন। আপানারা যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেবেন এমনটাই আশা করছি।” 

নারীদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মা-বোনরা তাদের দক্ষতা-অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মানের সঙ্গে ইসলামের বিধান অনুযায়ী সমাজ উন্নয়নে অবদান রাখবেন। তাদের কাউকেই আমরা গৃহবন্দি করে রাখব না।” 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।