সারা বাংলা

ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

দক্ষিণের জনপদ ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডায় বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশাস সাথে নতুন করে ভোগান্তি বাড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পরেছে চরম বিপাকে। 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে শীতের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের যেন শেষ নেই। 

গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। তবে খেটে খাওয়া মানুষেরা কনকনে ঠান্ডা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি-রুজির তাগিদে। 

এ সময় কথা হয় স্থানীয় বাসিন্দা পিঠা বিক্রেতা বাবুর সাথে। তিনি বলেন, “ঝালকাঠিতে তীব্র শীত পড়ছে। মানুষজন কম বের হচ্ছে। এতে বেচা-বিক্রি কম। তার উপর কষ্ট আরো বাড়িয়েছে বৃষ্টি। চরম ভোগান্তিতে রয়েছে শহরের মানুষ।” 

স্থানীয় রিকশাচালক রহিম মিয়া, “পেটের টানে শীত উপেক্ষা করে রাস্তায় নেমেছি। তবে যাত্রী নেই বললেই চলে। খুব বেশি প্রয়োজন ছারা কেউ ঘর থেকে বের হচ্ছে না।”

এদিকে ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বিশেষ করে নিউমোনিয়া, হাঁচি-কাশি, সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে। রোগে আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু ও বৃদ্ধ। 

শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য সর্বদা গরম পোশাক পরিধান করানোর পাশাপাশি ঠান্ডাজনিত যে কোনো রোগে আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।