সারা বাংলা

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

কুমিল্লা আদর্শ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আড়াইওরা এলাকার কাউসার হোসেনের ছেলে আহাদ হোসেন (১৪), শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) ও মনির হোসেনের ছেলে ইমন (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিন কিশোর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয়।

কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিন জনের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’