সারা বাংলা

নাটোরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ ট্রাক, চালক নিহত

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরে ৬টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক চালক নিহত ও ছয় জন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ৬টি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে এক ট্রাকচালক নিহত ও ছয় জন আহত হয়েছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’