কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন। গতকাল বিকালে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম নিজ বাড়ি থেকে ফেনীতে চলে যান বলে জানিয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) আব্দুল হাই কানুর সঙ্গে মুঠোফোনে এই প্রতিবেদকের কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল হাই জানান, তিনি এখন ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন। মারধর করায় সেখানে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামে নিজ বাড়িতে ফিরবেন।
ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল হাই বলেন, ‘‘রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে গিয়েছিলাম। এ সময় স্থানীয় জামায়াতকর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন ধরে জুতার মালা পরিয়ে দেন। এবং আমাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেয়।’’
এদিকে, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ। নয়তো মুক্তিযোদ্ধারা সারা দেশ অচল করে দেবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, ‘‘আব্দুল হাই কানুর ভুলত্রুটি থাকলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে প্রকাশ্যে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদ জানানো ভাষা জানা নেই।’’
অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজুর রহমান বলেন, ‘‘এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না। তারপরও এ বিষয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে।’’
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন, ‘‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে ৭-৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ বলেন, ‘‘বিষয়টি জানার পরপরই আমরা ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। আব্দুল হাই কানুর সঙ্গেও কথা হয়েছে। তিনি ফেনীতে আছেন। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তাকে আইনিভাবে সহায়তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা নিচ্ছি।’’
এর আগে, রবিবার রাতে আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বইছে। আব্দুল হাই কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
আরো পড়ুন: কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত