গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত নীট এশিয়া লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশনে কর্মরত সৌরভ আহমেদ এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর আড়াইটার দিকে নীট এশিয়ার ঝুট ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন ও পাশের লিজ ফ্যাশন কারখানার শ্রমিক ও কর্মকর্তারা তাদের কারখানার পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফয়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশনে কর্মরত সৌরভ আহমেদ বলেন, পৌনে তিনটায় আমাদের গাড়ি ঘটনাস্থলে রওনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করে। বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।