সারা বাংলা

হিলিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাঈমের লাশ উত্তোলন

প্রায় সাড়ে ৪ মাস পর দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে লাশটি উত্তোলন করে থানা পুলিশ।

বিষয়টি জানিয়েছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে মারা যায় নাঈম ও সূর্য নামের দুই ছাত্র। নিহত নাঈম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্র গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় মামলা হয়। আজ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নাঈমের লাশ উত্তোলন করা হয়েছে।’’

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমও নাঈমের লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’