সারা বাংলা

ধামরাইয়ে ৭ ইটভাটাকে ৪১ লাখ টাকা জরিমানা 

ঢাকার ধামরাই উপজেলায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে পরিবেশে অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো, ধামরাইয়ের মাহী এন্টারপ্রাইজ, স্বর্ণ ব্রিকস, সততা ব্রিকস-৪, সততা ব্রিকস-৫, হিরু এন্টারপ্রাইজ, সোহাগ ব্রিকস ও একে ব্রিকস।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এ সব ইটভাটাকে দণ্ড দেওয়া হয়। এরমধ্যে মাহী এন্টারপ্রাইজকে ৫ লাখ, স্বর্ণ ব্রিকসকে ৫ লাখ, সততা ব্রিকস-৪ ৫ লাখ, সততা ব্রিকসকে ৫ লাখ টাকা, হিরু এন্টারপ্রাইজকে ৭ লাখ, সোহাগ ব্রিকসকে ৭ লাখ ও একে ব্রিকসকে ৭ লাখসহ মোট ৪১ লাখ জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম বলেন, মাহী ব্রিকসে অভিযানের মাধ্যমে অভিযান শুরু হয়। সারা দিন ধামরাই উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করে নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।