সারা বাংলা

রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ, চার জনের নামে জিডি

টঙ্গীর ইজতেমা ময়দানে চার জনকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থিরা। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে প্রায় এক ঘণ্টা ধরে রাজশাহী শহরের বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথীবন্ধু’ এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থি পাঁচ জন বাদী হয়ে সাদপন্থি চার জনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন—বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন। তারা হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে এই চার জন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদরাসায় জুবায়েরপন্থিদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন। জিডিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মারকাজ মসজিদ গেটে জুবায়েরপন্থিদের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, তদন্ত করে জিডির ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।